সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৩:২৫

মুস্তাফিজদের স্বপ্ন ভঙ্গ নিয়ে বিসিবি যা বলল

মুস্তাফিজদের স্বপ্ন ভঙ্গ নিয়ে বিসিবি যা বলল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান শিগগিরই আয়োজন করতে টি-টোয়েন্টি ক্রিকেটের বৃহৎ কোনো আসরের। বিদেশের মাটিতে ডাক পেয়ে পুলকিত হন দেশের বড় তারকা মুস্তাফিজুর রহমান।

পিএসএলের বিভিন্ন টি-টোয়েন্টি দলে থাকা অপর ৩ জন হলেন সাকিব, তামিম ও মুশফিক। এই চার ক্রিকেটারের পিএসএল খেলার স্বপ্ন ভঙ্গ নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক মুখ্য কর্মকর্তা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্ণামেন্ট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় জানায়, ‘মুস্তাফিজ, সাকিব, তামিম ও মুশফিক পিসিএলে খেলা নিশ্চিত নয়।

নাইমুর রহমান জানান, আমরা এখনো এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারি নাই। বিসিবি কর্মকর্তারা একটি বৈঠকের পরে এই বিষয়টি সম্পর্কে শতভাগ সত্য ম্যাসেজটি জানাবে।

প্রসঙ্গত, দেশের ৪ শীর্ষ ক্রিকেটারের পিএসএল খেলার স্বপ্ন ভঙ্গ হচ্ছে! কূটনৈতিক কারণে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেয়া হবে না বলে জানা যায় এর আগে।

পাকিস্তানের সাথে বিসিবির মধ্যে কথা হবে এই বিষয়টি নিয়ে। পিসিবি বিশেষ আগ্রহ প্রকাশ করলে ও কূটনৈতিক বিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করলে ভিন্ন দিকেও যেতে পারে বিষয়টি। কিন্তু এমনিতে ছাড় দেয়ার পাত্র নয় বিসিবি।
১১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে