মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ০৭:৫৪:২৭

নতুন এক ভূমিকায় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করা আকবর আলী

নতুন এক ভূমিকায় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করা আকবর আলী

স্বরণীয়, বরণীয় সেই ইতিহাস, যেই ইতিহাস অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের আর গর্বিত সেই দলের অধিনায়ক ছিলেন আকবর আলী। সেই থেকে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কাছে এখন অনেকটাই পরিচিত তিনি। জাতীয় দলে এখনো সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেট লীগে নিয়মিত খেলছেন আকবর আলী। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করা এই যুব দলের অধিনায়ক কে এবার দেখা যাবে নতুন ভূমিকায়।

কেবল ক্রিকেটই নয়, দেশের সব খেলা কীভাবে চলবে, চলা উচিত সেই নীতিমালা তৈরির কাজও করবেন ২০ বছর বয়সী ক্রিকেটার! যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১৯৯৮ সালে প্রণীত জাতীয় ক্রীড়ানীতি পর্যালোচনা, পরিবর্তন, পরিবর্ধন করে সময়োপযোগী একটি নীতিমালা তৈরির কাজে হাতে দিয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, এজন্য ১৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। সেই কমিটির একজন সদস্য হিসেবে আছেন ক্রিকেটার আকবর আলী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের সহকারী সচিব (ক্রীড়া-১)।

কমিটির ১৪ জন সদস্য হলেন-ক্রীড়া পরিদপ্তরের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া), বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব (ক্রীড়া), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে