মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ১১:২১:২৭

টি-টোয়েন্টি বিশ্বকাপ; দিনেশ কার্তিকের বাজি বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ; দিনেশ কার্তিকের বাজি বাংলাদেশ

দেখতে দেখতে চলে এসেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। কে চ্যাম্পিয়ন হবে, কোন দল কী রকম করতে পারে এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন জনের ভিন্ন অভিমত।
 
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং মনে করেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় লাভ করবে অস্ট্রেলিয়া। সেই তালিকায় এবারও যোগ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ড্যারেন সামি এবং ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

বিশ্বকাপের মূলপর্বে আগে বাছাইপর্ব খেলবে আটটি দল। গ্রুপ এ’তে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড এবং নামিবিয়া। গ্রুপ বি’তে রয়েছে বাংলাদেশ স্বাগতিক ওমান স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি।

দীনেশ কার্তিকের মতে, ‘গ্রুপ এ’ থেকে মূল পর্বে উঠতে পারে নেদারল্যান্ডস। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে অনেকটাই ভালো খেলে নেদারল্যান্ড। সেই সাথে তাদের একাধিক ক্রিকেটার ইংল্যান্ডের নিয়মিত খেলেন।

তাদের অভিজ্ঞতা টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তার মতে, শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডও চমক দিতে পারে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামির মতে শ্রীলঙ্কা মূল পর্বে যেতে পারে। তবে আয়ারল্যান্ডকেও তিনি অবহেলা করছেন না।

‘গ্রুপ বি’ থেকে দিনেশ কার্তিকের বাজি বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে এখানে আর কোন প্রশ্ন তুলেন নি তিনি। স্যামিকে প্রশ্ন করা হয়, মূল পর্বে ‘গ্রুপ ১’ থেকে কোন দুই দল সেমিফাইনালে খেলবে? স্যামি বলেন, ‘ইংল্যান্ডের দিকে যদি দেখি ওরা দারুণ খেলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে