বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ১০:৪৬:৪৬

এবার বাংলাদেশ-ভারত-শ্রীলংকা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

এবার বাংলাদেশ-ভারত-শ্রীলংকা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

করোনা মহামারীর কারণে দীর্ঘ দিন ধরে মাঠের বাহিরে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। তাদের কর্মকান্ড অনেকটা শুধু মাত্র অনুশীলনে সীমাবদ্ধ। তবে এতো কিছুর মাঝে সুখবর, দীর্ঘদিন পর আবারও ক্রিকেট ময়দানে ফিরতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। আগামী বছরের জানুয়ারি- ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে বসবে যুব বিশ্বকাপের পরবর্তী আসর। ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল।

তবে এর পরেই ভারতের মাটিতে শ্রীলঙ্কা ভারতের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলার কথাবার্তা চলছে যুবাদের। আগামী মাসে আফগানিস্তান যুব দলের বিপক্ষে সিলেটে পাঁচটি ওয়ানডে এবং একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা।

৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের মধ্যকার ওয়ানডে ও চার দিনের ম্যাচের সিরিজ। ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিরিজটি। তারপরে হবে একটি চারদিনের ম্যাচ। সিরিজটি শেষ হবে ২০ সেপ্টেম্বর।

এদিকে নভেম্বরে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে