বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ১১:৪৩:৫১

বিসিবির প্রতি এজন্য কৃতজ্ঞ, তারা এই বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে: কিউই ম্যানেজার

বিসিবির প্রতি এজন্য কৃতজ্ঞ, তারা এই বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে: কিউই ম্যানেজার

বাংলাদেশের বিপক্ষে খেলার লক্ষ্যে নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন বাংলাদেশে। কিন্তু অত্যান্ত দুঃখের খবর হলো, তাদের দলের ফিন অ্যালেন কোভিড পজিটিভ হয়েছেন। 

যদিও তারা এসেই রুম কোয়ারেন্টাইনে ছিলেন। ইংল্যান্ড ছাড়ার ৪৮ ঘণ্টা আগে কোভিড পরীক্ষায় নেগেটিভও আসে দুজনের। কোভিডের ভ্যাকসিনও নেওয়া ছিল। কিন্তু এখানে এসে টেস্টের পর দেখা গেল করোনা পজিটিভ হয়েছে তার।

তবে কিউই এই ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিসিবির মেডিকেল কমিটি।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকার প্রশংসা করে কিউই ম্যানেজার বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষ সত্যিই খুব পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। আমরা তাদের প্রতি এজন্য কৃতজ্ঞ। তারা এই বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে