স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি-রোনালদো নাকি নেইমার। আজ কার হাতে উঠতে যাচ্ছে ফিফা ব্যালন ডিঅর পুরস্কার? গোলক ধাঁধার উত্তরটি জানতে অপেক্ষা করতে হবে আজ সোমবার মধ্যরাত পর্যন্ত।
সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেয়া হবে ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। অনুষ্ঠানটি জুরিখ থেকে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-৪।
এ নিয়ে টানা চারবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার মেসি। এরপর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছেন তিনবার। টানা কয়েক বছর ধরে এ দু’জনের হাতেই উঠছে ব্যালন ডি’অর পুরস্কার।
তবে মজার ব্যাপার হলো এবার এই তিন জনের সঙ্গে টাক্কা দিয়ে প্রতিযোগীতায় রয়েছেন ব্রাজিলীয়ান অধিনায়ক নেইমার।
বিশ্বের লাখো-কোটি ভক্ত অধীর আগ্রহ নিয়ে বসে আছে আজ কার হাতে উঠতে যাচ্ছে বর্ষসেরা পুরস্কার।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর