স্পোর্টস ডেস্ক : আর কয়েক ঘণ্টা পরেই ঢাকার মাটিতে পা রাখবে জিম্বাবুয়ে। ছোট দলের সাথে হলেও এটি বড় লড়াই টাইগারদের জন্য। জিম্বাবুয়ে আসছে কঠিন প্রতিশোধ নিতে।
এর আগের দুটি সিরিজে জিম্বাবুয়ে টাইগারদের আক্রমণে বাংলাধোলাইয়ের শিকার হয়। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। উড়িয়ে দেয়ার মিশন নিয়ে মাঠে নামবে টাইগাররাও।
দেখে নিন বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে শিবিরে মাঠের লড়াইয়ে ডাক পেয়েছেন যারা। জিম্বাবুয়ে দল : এল্টন চিগম্বুরা, ম্যালকম ওয়ালার, পিটার মুর, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শেন উইলিয়ামস, চামু চিবাবা, নেভিল মাদজিবা, মুজারাবানি, তেন্দাই চিসোরো, ভুসি সিবান্দা ও ব্রিয়ান ভেটোরি।
টাইগার বাহিনীর সাথে ৪টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে জিম্বাবুয়ে। বাংলাদেশ জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার টার্গেটেই অনুশীলন মাঠে ঘাম ঝড়াচ্ছে।
১১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর