স্পোর্টস ডেস্ক: দিনে দিনে জনপ্রিয় হচ্ছে স্বল্প আসরের ম্যাচ টি২০। ব্যস্ততার এই যুগে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে টি২০ ম্যাচের দর্শক সমাগম অন্য ফরম্যাটের চেয়ে একটু বেশিই।
এত দিন ধরে স্বল্প আসরের ম্যাচ টি২০ তে শীর্ষে ছিল শ্রীলঙ্কান ক্রিকেট টিম। এবার তারা নিউজিল্যান্ডের কাছে সিরিজে হেরে নিজেদের শীর্ষস্থান থেকে সিটকে পড়লো। সমান রেটিং পয়েন্ট নিয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্টইন্ডিজের পরের অবস্থান অস্ট্রেলিয়ার। এর পরেই প্রথম স্থান থেকে সিটকে পড়া শ্রীলঙ্কার। যদিও তিন দলের রেটিং পয়েন্ট সমান, ১১৮। এ পর্যন্ত শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ১৯ ম্যাচ করে। অস্ট্রেলিয়া ২টি ম্যাচ কম খেলেছে।
এদিকে টি-২০ র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান দশম। ১২ ম্যাচ খেলে টাইগারদের সংগ্রহ ৬৯ রেটিং পয়েন্ট। বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে আফগানিস্তান। ১৮ ম্যাচ খেলা এশিয়ার এই দলটির ঝুলিতে জমা পড়েছে ৭৮।
অষ্টম স্থানে থাকা ভারত খেলেছে ১৪টি ম্যাচ। মহেন্দ্র সিং ধোনির দলের সংগ্রহ ১১০ রেটিং পয়েন্ট। সেরা দশে থাকা বাকি দলগুলো হচ্ছে ইংল্যান্ড (৪র্থ), দক্ষিণ আফ্রিকা (৫ম), পাকিস্তান (৬ষ্ঠ) ও নিউজিল্যান্ড (৭ম)।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর