স্পোর্টস ডেস্ক : কয়েক মাস ধরে ক্রিকেটে শুরু হয় আফগানদের রাজত্ব। বিশ্বের যে কোনো ক্রিকেট খেলুড়ে দেশের জন্য এখন ভয়ঙ্কর টিম আফগানিস্তান।
কয়েকদিন আগে আফগান দাপটে আইসিসির সেরা দশ থেকে উড়ে যায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়েকে বড় আঘাত দেয়ার পর এবার তামিম-সাকিবদের ছাড়িয়ে গেল এই আফগানিস্তান।
টি-টোয়েন্টিতে আফগানিস্তান ২১৫ রানের অনবদ্য ইনিংস খেলেই বাংলাদেশকে টপকে যায়। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ১৯০।
বাংলাদেশ ২০১২ সালে আয়্যারল্যান্ডের বিপক্ষে করেন এই রান। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের দিক থেকে দেশের তালিকায় এখন সেরা সাতে আফগানিস্তান।
এর আগে সেরা দশের ছিল না আফগানরা। রোববার রাতের ঝলকানিতে বাংলাদেশের সর্বোচ্চ রান টপকে যায় আফগানিস্তান। অন্যদিকে দেশ হিসাবে সর্বোচ্চ রানের সেরা দশের রেকর্ড কেড়ে নেয় আফগানিস্তান।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি নেই। আফগানিস্তানের শেহজাদ ওই রাতে করেন অপরাজিত ১১৮ রান। ক্রিকেট বিশ্বে এটা ৪র্থ সর্বোচ্চ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ৮৮। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান করেন তামিম ইকবাল।
সেরা চল্লিশেও নেই তামিম ইকবালের এই রান।
১১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর