শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ০৯:২২:১০

নিউজিল্যান্ড দলে মুস্তাফিজকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে

 নিউজিল্যান্ড দলে মুস্তাফিজকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে

বাংলাদেশের বিপক্ষে খেলার আগে যেকোনো দলের প্রধান টার্গেট থাকেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে যেভাবেই হোক প্রতিপক্ষরা সাকিবকে আটকাতে চায়। সাকিবের পাশাপাশি দুর্দান্ত ফর্মে ফেরা মুস্তাফিজুর রহমানও এখন প্রতিপক্ষের আতঙ্ক হয়ে উঠেছেন। গত সিরিজে তো তার বল খেলতেই পারেননি অস্ট্রেলিয়া মার্শ-ওয়েডরা। সেই সিরিজের ভিডিও দেখে নিউজিল্যান্ড দলও মুস্তাফিজকে আটকানোর অনেক ফন্দি করেছে।

আজ শনিবার এই সফরে নিউজিল্যান্ডের কোচের দায়িত্ব পাওয়া পকন্যাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, 'মুস্তাফিজ অসম্ভব ভালো বোলিং করেছে। ডেলিভারিগুলো সে যেভাবে করেছে, সেগুলো ছিল দেখার মতো! আমার মতে, সে অবশ্যই হুমকি। পাশাপাশি বাংলাদেশের অন্যরাও। আমরা তার বোলিং খুব ভালোভাবে দেখেছি এবং আলোচনা করেছি, কোথায় তাকে টার্গেট করা যায়। তবে, দিনশেষে অবশ্যই মাঠে করে দেখাতে হবে। তাকে চাপে রাখা এবং তার বিরুদ্ধে ভিন্ন কিছু করাই আমাদের লক্ষ্য।' 

পকন্যালের কথাতে স্পষ্ট বোঝা যায়, নিউজিল্যান্ড দলে মুস্তাফিজকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজের ভিডিও দেখে তার বোলিং নিয়ে বিশ্লেষণ হয়েছে বিস্তর। পকন্যালের দাবি অনুসারে, মুস্তাফিজকে আটকানোর কৌশলও নাকি তারা পেয়ে গেছে। তবে টি-টোয়েন্টিতে ফিজের ক্যারিয়ার সেরা বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষেই। ২০১৬ কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন। তা ছাড়া মিরপুরের উইকেটে 'দ্য ফিজ' কিন্তু অনেক বেশি কার্যকর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে