শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ১০:৪৯:৫২

এবার আকাশ পথেও নিজেদের দক্ষতা বাড়াচ্ছে তালেবান

এবার আকাশ পথেও নিজেদের দক্ষতা বাড়াচ্ছে তালেবান

কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিশেষ বাহিনীর ছবি প্রকাশ করেছিল তালেবান। আফগান ঐতিহ্যবাহী পোশাক সালোয়ার-কামিজ, পাগড়ি আর স্যান্ডেলের বদলে ‘ক্যামোফ্লেজ ব্যাটল ফেটিগ’, ‘বুলেটপ্রুফ ভেস্ট’, চোখে সানগ্লাস, মাথায় ‘ব্যালাস্টিক হেলমেট’, অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে তালেবান যোদ্ধাদের সেই ছবিই ইঙ্গিত দিয়েছিল বদলে যাচ্ছে রক্ষণশীল এই সংগঠনটি। এবার তালেবান সদস্যদের হেলিকপ্টার চালানো চেষ্টা করার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে ধারণা করা হচ্ছে এবার আকাশ পথেও নিজেদের দক্ষতা বাড়াচ্ছে তালেবান।

গত ১৫ আগস্ট কাবুল দখলে নেয় তালেবান। তবে শুধু রাজধানীই নয়, মার্কিন সেনাবাহিনীর পাশাপাশি আফগান সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারেও তাদের হাত পড়েছে। মার্কিন সেনা আফগানিস্তানের কয়েক বিলিয়ন ডলার অস্ত্র ফেলে চলে গেছে। সেগুলো বর্তমানে তালেবানদের দখলে। 

টুইটারে ১৮ আগস্টে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, কান্দাহার বিমানবন্দরে ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে ঘুরছে তালেবান সদস্যরা। তারা মার্কিন হেলিকপ্টার চালানো শিখতে চাইছে  বলে ধারণা করা হচ্ছে। 

তালেবানের কব্জায় রয়েছে সুপার টুকানো যুদ্ধবিমান ও সেনা হেলিকপ্টার। ১৫ আগস্ট মাজার-ই-শেরিফ বিমানবন্দর থেকে সেগুলো দখল করেছে তালেবান। তবে তালেবান সদস্যরা কারো সহায়তা ছাড়া এসব বিমান চালানো শেখার ক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে