সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ১১:০৫:৩৮

সাকিবের ভাবনায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা

সাকিবের ভাবনায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা

বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ট্রেলিয়াকে নাকানি-চুবানি খেয়ে সহজ জয় ছিনিয়ে এনেছিল বাংলার দামাল ছেলেরা। এবার মুখোমুখি আরেক পরাশক্তি নিউজিল্যান্ডের বিপক্ষে। তা নিয়ে অবশ্য মুখ খোলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তার ভাবনায় উঠে এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কঠিন লড়াইয়ের কথা।
 
সাকিবের মতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে। তবে কঠিন হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করতে চান সাকিব আল হাসান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারে সাকিব-আল-হাসান নিউজিল্যান্ড সফর নিয়ে বলেন, “ভবিষ্যৎবাণী তো আর করতে পারবোনা। তবে তারপরও জিততে হলে আমাদের নিউজিল্যান্ডের সাথে ভালো ক্রিকেট খেলতে হবে। যদিও দলটা এত বেশি এক্সপিরিয়েন্স না। তার পরেও ওরা অনেক ভালো দল। সবাই মনে করছে আমরা সহজেই জিতে যাব, কিন্তু খেলাটা এত সহজ নয়। এ-দল বি-দল সি-দল নয়, আসছে আসলে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল”।

এদিকে নিউজিল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশের পরবর্তী মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এখনই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তা করতে চান না সাকিব আল হাসান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্ণামেন্ট ভালোভাবে শেষ করতে চান তিনি। “চেষ্টা থাকবে আমরা যেন ভালো ক্রিকেট খেলতে পারি এবং টুর্ণামেন্টে ভালোভাবে শেষ করতে পারি। আমি এখনো টার্গেট সেট করি নি এবং করতেও চাইনা”।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে