সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ০৭:১৩:৪৩

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলে দুর্ঘটনা!

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলে দুর্ঘটনা!

অস্ট্রেলিয়াকে কাবু করার পর এবার নিউজিল্যান্ডকে মোকাবেলার পালা টাইগারদের।  এই লক্ষ্যে মাঠে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। তবে দুঃখজনক খবর হলো,  নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলে দুর্ঘটনা! আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার সময় নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন আফিফ হোসেন। নেটে তাকে বল করছিলেন জাতীয় দলের আরেক ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এই সময়ে তাসকিন আহমেদের করা একটি বল সরাসরি আফিফ হোসেনের মাথায় গিয়ে আঘাত হানে।

তাসকিন আহমেদের করা সেই বল সজোরে আঘাত করে আফিফের ডান হাতের পেশিতে। ফিজিও মাঠে কিছুক্ষণ শুশ্রূষার পরও আর ব্যাট হাতে নিতে পারেননি আফিফ। কিছুক্ষণ পর ব্যাট প্যাড ফেলে অনুশীলন রেখে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে