স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। একদিন ঢাকাতে থেকেই পরের দিন খুলনায় রওনা দেবেন এলটন জিগুম্বুরা বাহিনী।
এবার জিম্বাবুয়ে জাতীয় দলের অফিসিয়াল স্পন্সর হয়েছে দেশের জনপ্রিয় ইলেক্টনিক্স ব্র্যান্ড মিনিস্টার হাই-টেক পার্ক। রোববার এ ব্যাপারে তাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন অল টাইম বাংলাদেশ এটিবি ফার্মের জেনারেল ম্যানেজার ইমরুল কাওসার ইমন এবং মিনিস্টার হাই-টেক পার্কের পক্ষে ব্র্যান্ড ম্যানেজার কে এম জি কিবরিয়া।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিনিস্টার হাই-টেক পার্কের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান বলেন, ‘দেশীয় প্রতিষ্ঠান হিসেবে একটি বিদেশি দলকে স্পন্সর করতে পেরে আমরা গর্বিত। এটি সারা পৃথিবীতে নতুন পরিচয় সৃষ্টি করবে।’
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের ন্যায় এদেশি ব্র্যান্ডগুলোও বিশ্ব ক্রিকেটের পৃষ্টপোষক হিসেবে নেতৃত্ব দেবে।’
উল্লেখ্য, ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারিতে বাংলাদেশের সঙ্গে মোট চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর