সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ১২:৩৯:৪৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আজগুবি তথ্য ভারতীয় মিডিয়ায়!

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আজগুবি তথ্য ভারতীয় মিডিয়ায়!

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর।  ভারতীয় ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে বিশ্বকাপ আসর নিয়ে অবাক করা তথ্য দিয়েছে ভারতীয় মিডিয়া!

আইসিসি এর আগে এ বিষয়ে কিছুই জানায়নি।  ভারতীয় মিডিয়া কলকাতা২৪-এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ।

কলকাতা২৪-এর প্রতিবেদনে বলা হয়, ভারতে প্রথমবার বসছে টি-২০ বিশ্বকাপের আসর৷ ৮ মার্চ থেকে ৩ এপ্রিল হবে ষষ্ঠ টি-২০ বিশ্বকাপ৷ দিন-রাতের ম্যাচে খেলা হবে কোকাবুরা সাদা বলে৷ এ বলের জন্য খরচ হবে প্রায় ৫৮ লাখ টাকা৷ বিসিসিআইয়ের তরফে এমনটাই জানানো হয়েছে৷

প্রসঙ্গত, সাদা বলের টি-টেয়েন্টি বিশ্বকাপ হবে বলে কোনো তথ্য দেয়নি আইসিসি।  ভারতীয় মিডিয়া এ তথ্য কোথায় পেল সেটাই এখন মুখ্য বিষয়। অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এ কি তথ্য ভারতীয় মিডিয়ায়।  এ নিয়েই শোরগোল।

ধারণা করা হচ্ছে, এটা ওই মিডিয়ার তথ্যগত একটা ভুল।  কেননা সাদা বলে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না।
১১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে