বুধবার, ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৩:২৪

টি-টোয়েন্টি ইতিহাসে কিউইদের সর্বনিম্ন রানের লজ্জায় ডোবাল টাইগাররা

টি-টোয়েন্টি ইতিহাসে কিউইদের সর্বনিম্ন রানের লজ্জায় ডোবাল টাইগাররা

ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা ভয়ংকর, অস্ট্রেলিয়ার পর টের পাচ্ছে নিউজিল্যান্ডও। মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই টাইগারদের বোলিংয়ে রীতিমত পর্যদুস্ত কিউইরা।

সাকিব-নাসুমদের তোপে এবার টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে আরও একবার সর্বনিম্ন রানের লজ্জায় ডুবেছে নিউজিল্যান্ড। টম ল্যাথামের দল ১৬.৫ ওভারেই অলআউট হয়েছে ৬০ রানে। এটিই যৌথভাবে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন।

এর আগে এই ফরমেটে নিউজিল্যান্ডের সবচেয়ে কমে অলআউট হওয়ার রেকর্ডটিও ছিল ৬০ রানের। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকপের ম্যাচে বাংলাদেশেরই মাঠে (চট্টগ্রামে) তাদের ১৫.৩ ওভারে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা।

টপ অর্ডারের চার ব্যাটসম্যান টম ব্লান্ডেল (২), রাচীন রবীন্দ্র (০), উইল ইয়াং (৫) ও কলিন ডি গ্রান্ডহোমের (১) বিদায়ের পর বিপাকে পড়া দলকে টেনে তুলে স্বস্তি দিয়েছেন অধিনায়ক টম ল্যাথাম ও হ্যানরি নিকলস।

দুজনের ৩৪ রানের জুটিতে ঘুরে দাড়ালেও বাকিরা হতাশ করেই চলে। নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে শেষ পর্যন্ত নতুন করে আবারও সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে কিউইরা। মাত্র ১৬.৫ ওভার খেলে ৬০ রানে এবারও অল-আউট হয়েছে কিউইরা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২টি করে নিয়েছেন সাকিব, সাইফউদ্দিন ও নাসুম। ১ উইকেট নিয়েছেন মেহেদী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে