বুধবার, ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৮:৩৫

শেষ পর্যন্ত পারলেন মাহমুদুল্লাহ! টি-টোয়েন্টি'তে সবচেয়ে সফল অধিনায়ক হলেন মাশরাফিকেও ছাড়িয়ে!

 শেষ পর্যন্ত পারলেন মাহমুদুল্লাহ! টি-টোয়েন্টি'তে সবচেয়ে সফল অধিনায়ক হলেন মাশরাফিকেও ছাড়িয়ে!

শেষ পর্যন্ত পারলেন মাহমুদুল্লাহ! টি-টোয়েন্টি'তে সবচেয়ে সফল অধিনায়ক হলেন মাশরাফিকেও ছাড়িয়ে! নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে দারুন একটি মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত মাহমুদুল্লাহর অধীনে ২৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

যেখানে মাশরাফি বিন মুর্তজার থেকে ১ ম্যাচ বেশি ১১ টি ম্যাচে জয়লাভ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে ২৮ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির অধীনে বাংলাদেশে জয়লাভ করেছে দশটি ম্যাচ।

এছাড়াও মুশফিকুর রহিম বাংলাদেশকে ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে তার অধীনে বাংলাদেশে জয়লাভ করেছে আটটি ম্যাচ। এছাড়াও সাকিব আল হাসান ২১ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবে জয়ের দেখা পেয়েছেন সাত ম্যাচে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে