স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে এবার আফগানিস্তান আঘাত দিয়েছে বাংলাদেশের উপর। আফগান দাপটের কথা অবিশ্বাস্যই মনে হয়। বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্যর একটি দেশ।
আফগানিস্তান আইসিসির সবে মাত্র সহযোগী দেশ। কিন্তু এই সহযোগী দেশটিই গুরুত্বপূর্ণ একটি যায়গায় দেশের ক্রিকেটারদের অর্জিত স্তুপে আঘাত হেনেছে।
ওয়ানডের সাথে টি-টোয়েন্টি র্যাংঙ্কিয়েও আফগানিস্তান সেরা দশে। তবে অবাক হওয়ার মত বিষয়টা টি-টোয়েন্টি র্যাংঙ্কিয়ে। টি-টোয়েন্টিতে আফগানদের অবস্থান সেরা নয়ে।
আর বাংলাদেশের অবস্থান দশ নম্বরে। আফগানদের সামনে রয়েছে ভারত। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পয়েন্ট ৬৯। আর আফগানিস্তানের পয়েন্ট ৮০।
টি-টোয়েন্টিতে টাইগারদের হাহাকার! আফগানরা জিম্বাবুয়েকে দুই ম্যাচের সিরিজে রেকর্ড গড়ে হোয়াইট ওয়াশ করে। আবেগ বাদ নিয়ে যদি বাস্তবতাকে টানি তবে বলতে হয় মাশরাফিদের এই শক্তি কোথায়?
জিম্বাবুয়ের সাথে চারটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। কিন্তু প্রত্যাশিত সাফল্য কি আসবে? মাস দুয়েক আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের সাথে ড্র করে মাশরাফিরা।
সে সিরিজে ম্যান অফ দ্যা সিরিজ হয় জিম্বাবুয়ের ক্রিকেটার। সে হিসাবে বলা যায় জিম্বাবুয়ে সিরিজ মাশরাফিদের জন্য অগ্নিপরীক্ষা স্বরুপ।
১১ জানুয়ারি ২০১৫/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর