স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জীবনী নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে জীবনীগ্রন্থ ‘মাশরাফি’। ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা প্রায় ৫শ’ পৃষ্ঠার এই বইয়ের মোড়ক উন্মোচন হবে খুলনায়।
জানা যায়, বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে এবং বর্তমান জিম্বাবুয়ের কোচ ডেভ হোয়াটমোর ছাড়াও সিনিয়র-জুনিয়র খেলোয়াড়দের উপস্থিতিতে খুলনায় বইটির মোড়ক উম্মোচন করা হবে।
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের রাষ্ট্রীয় স্বীকৃত সংস্থা ‘বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন’বা বিসিএসএ তাদের প্রথম প্রকাশনা হিসেবে বাজারে আনছে মাশরাফিকে লেখা বইটি।
এছাড়া জানা যায়, প্রচলিত সকল বইয়ের দোকান ছাড়াও বইটি পাওয়া যাবে অনলাইন শপিং মল আজকের ডিলে। ajkerdeal.com থেকে যে কেউ বইটির জন্য প্রিঅর্ডার করতে পারবেন।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর