শনিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৮:৩৯

ক্রিকেটে ১১০ বছর পর বিরল বিশ্ব রেকর্ড করা বাংলাদেশের রাজু খেলবেন আমেরিকার হয়ে!

ক্রিকেটে ১১০ বছর পর বিরল বিশ্ব রেকর্ড করা বাংলাদেশের রাজু খেলবেন আমেরিকার হয়ে!

কয়জনের ভাগ্যে এমনটি লেখতে পারেন। বিশ্বে আছে মাত্র দুই জন ক্রিকেটার যারা এমন রেকর্ডের মালিক। একজন করেছিলেন ১৯০২ সালে আর বাংলাদেশের আবুল হোসেন রাজু ঠিক ১১০ বছর পর সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন।

এখন প্রশ্ন জাগতে পারে কী সেই রেকর্ড যা বিশ্বে মাত্র দুই জনই করতে পেরেছিলেন? তাহলে চলুন আসল কথায়,  টেস্ট ক্রিকেটের সুদীর্ঘ ১৪১ বছরের ইতিহাসে মাত্র দু’জন ব্যাটসম্যানের অভিষেকে ১০ নম্বরে নেমে সেঞ্চুরি করার বিরল রেকর্ড গড়েছেন। যার প্রথমটি একজন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান রেগি ডাফের।

সেই ১৯০২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১০ নম্বরে নেমে টেস্টে শতরানের দূর্লভ কৃতিত্ব দেখিয়েছিলেন রেগি ডাফ। সেটা ছিল তার প্রথম টেস্ট। তার ঠিক ১১০ বছর পর সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন বাংলাদেশের আবুল হাসান রাজু তাও আবার শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে।

টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের সাথে নবম উইকেটে ১৮৪ রানের বিরাট পার্টনারশিপ গড়ার পাশাপাশি সেঞ্চুরি (১৬৩ মিনিটে ১২৩ বলে ১৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১১৩) করে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেন সিলেটের এ আত্মপ্রত্যয়ী যুবা।

এই মুহুর্তে পাওয়া তথ্যে জানা যায়, রাজু এবছর আমেরিকার  মাইনোর লিগে খেলছেন। দক্ষতার প্রমাণ দিতে পারলে দোয়ার খুলে যাবে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য মেজর লিগে। শীর্ষ এ লিগে পারফর্ম করলে খুলে যেতে পারে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দরজা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে