স্পোর্টস ডেস্ক : সুন্দর জ্বলমলে একটি বছর পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। পুরাতন বছর পুনরাবৃত্তি করার অঙ্গিকারে নতুন বছরে পা দিয়েছে টাইগাররা। আর নতুন বছরের শুরুতেই তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে ক্রিকেট দল।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন খুলনায় অবস্থান করছেন।
গতকালের মত সোমবারও খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের ঝালাই করতে বেলা আড়াইটায় অনুশীলনে নামবেন সাকিব-তামিমরা।
উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে বাংলাদেশের বিপক্ষে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর