সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০২:১৯:০৭

ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে টাইগারদের বিশাল জয়

ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে টাইগারদের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট টিমের নাটকীয় যাত্রা শুরু হলো। ওয়ানডে সিরিজ খেলার জন্য কয়েকদিন আগে ঢাকায় আসে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার রাজধানীর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামে বাংলাদেশ।

এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাটিতে নামিয়ে বিশাল জয় তুলে নিল টাইগার বাহিনী। অনুর্ধ্ব-১৯ দলের টাইগাররা মুগ্ধ করেছে ক্রিকেট প্রদর্শর্নী দেখিয়েছে। ৫০ ওভারের ম্যাচ হলেও বাংলাদেশের ক্রিকেটাররা খেলে টি-টোয়েন্টি! ২০ ওভার ৩ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মিরাজরা।

ছোট বাঘদের আক্রমণে ওয়েস্ট ইন্ডিজ ১১৪ রানে গুটিয়ে যায়। ক্ষুদে বাঘদের মধ্যে শাওন নেন ৪ উইকেট। অন্যদের মধ্যে মিরাজ ২টি, সরকার ২টি ও সাইফুদ্দিন ১টি উইকেট শিকার করেন।

সাইফ ও শান্তর ব্যাটিংয়ে বিশাল জয় পায় বাংলাদেশ। ওপেনার সাইফ করেন অপরাজিত ৩৯ রান। শান্ত অপরাজিত থাকেন ৪১ রানে। পিনাক ও শাইখ পরাস্ত হন।

কেবল এই দুটি উইকেটই হারায় বাংলাদেশ। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় জয়ের মাধ্যমে এগিয়ে গেল বাংলাদেশ।
১১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে