রবিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৬:৪৮

সাইফুদ্দিনের জোড়া আঘাতে তছনছ নিউজিল্যান্ড ব্যাটিং শিবির

সাইফুদ্দিনের জোড়া আঘাতে তছনছ নিউজিল্যান্ড ব্যাটিং শিবির

স্পোর্টস ডেস্ক : টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। শুরুতেই কিছুটা হাত খুলে খেলতে থাকেন ফিন অ্যালেন কিন্তু তাকে থামালে কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। ১০ বলে ১৫ রান করে মুস্তাফিজের বলে রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফিরেন অ্যালেন। 

এরপর উইল ইয়ংকে নিয়ে রাচিন রবীন্দ্র রানে গতি ধরে রেখে ভালোই এগিয়ে যাচ্ছিল কিন্তু সাইফুদ্দিনের জোড়া আঘাতে তছনছ হয়ে গেল নিউজিল্যান্ড ব্যাটিং শিবির। ব্যক্তিগত ২০ রানে উইল ইয়ং ও  কলিন গ্র্যান্ডহোমকে শূণ্যরানে সাজ ঘরে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেন মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ খবর, ৭ ওভার শেষে ৩ উইকেটে কিউইদের সংগ্রহ ৪৭ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কের মতই পুরো স্কোয়াডের বিচারেও বেশ অভিজ্ঞ বাংলাদেশ। বিশ্বকাপ স্কোয়াডের কোন খেলোয়াড় ছাড়া বাংলাদেশে আসা কিউইদের তুলনায় চারগুণেরও বেশি  ম্যাচ খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটারদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে