স্পোর্টস ডেস্ক: জীবনের নতুন ইনিংস শুরু করলেন গলফার সিদ্দিকুর রহমান ও আনজুম অরোনি। বলে রাখা ভালো সিদ্দিকুর রহমানের স্ত্রী আনজুম অরোনিও একজন সেরা মহিলা গলফার।
এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের গাটছাড়া বাঁধলেন এই গলফার দম্পতি।
২০১৫ সালের ২০ জানুয়ারি দুজনের শুভ কাজ সম্পন্ন হলেও সংবর্ধনা হলো গতকাল রোববার।
নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে রাজধানীর সেনা মালঞ্চে হাজার খানেক অতিথি। যে তালিকায় ছিলেন দেশী-বিদেশী সতীর্থসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর