মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২০:৩০

একবার বেরিয়ে উঁকিঝুকি দিয়ে চলে গেলেন সাকিব

 একবার বেরিয়ে উঁকিঝুকি দিয়ে চলে গেলেন সাকিব

পর পর দুই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলেও তৃতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। ফলাফল চতুর্থ ম্যাচ একেবারে অলিখিত ফাইনাল। তাই তো প্রস্তুতিটাও অন্যরকম হওয়া চাই। 

অনুশীলনে এসে আজ ভর দুপুরে কাঠফাটা রোদে শের-ই-বাংলার মূল উইকেটে বল হাতে ঘাম ঝরাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাদের সঙ্গে ছিলেন বোলিং কোচ ওটিস গিবসন। অন্যদিকে ইনডোরে ব্যাটিং-বোলিং নিয়ে ব্যস্ত মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ হতে শুরু করে সৌম্য সরকার-নাঈম শেখরা। কিন্তু সাকিব আল হাসানকে না বল হাতে, না ব্যাট হাতে, দেখা যায়নি কোথাও।

বাঁচা-মরার এই ম্যাচে অনুশীলনে সাকিব নাই! সবার মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক, সাকিব আল হাসান কী তাহলে ইনজুরিতে ভুগছেন? তবে জানা যায়, এমন ম্যাচের আগের শেষ অনুশীলনে সাকিব নিজেকে গুটিয়ে রেখেছিলেন ড্রেসিংরুমে। মাঠে এসে ফুটবল খেলেই চলে যান সাজঘরে। একবার বেরিয়ে উঁকিঝুকি দিলেও আর দেখা যায়নি বিশ্বসেরা অলরাউন্ডারকে। 

এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ‘সাকিব সম্পূর্ণ ফিট আছেন, এমনিতেই তিনি অনুশীলনে নামেননি।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে