স্পোর্টস ডেস্ক: নিজেদের শীর্ষস্থানটা আর রক্ষা হলো না কোচ এনরিক সেনাদের। মাত্র এক দিনের ব্যবধানে লা লিগার শীর্ষস্থান খোয়াতে হলো তাদের।
গতকাল রোববারের ম্যাচে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গাটা পুনরুদ্ধার করে অ্যাতলেতিকো মাদ্রিদ।
সেল্টা ভিগোর মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় অ্যাতলেতিকোর অপেক্ষার অবসান ঘটান ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনি গ্রিজম্যান। আর নির্ধারিত সময়ের দশ মিনিট আগে মিডফিল্ডার ইয়ানিক কারাস্কোর গোলের সুবাধে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
আর এ জয়েই কাল হয়েছে বার্সেলোনার। তাতে ১৯ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট দাঁড়ালো ৪৪।
অন্যদিকে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে মেসি-নেইমারদের বার্সা। তবে লুইস এনরিকের দল এক ম্যাচ কম খেলেছে।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর