সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৩:৫৪:২৪

দেখে নিন, ভারতের বিরুদ্ধে দুই নতুন মুখসহ অস্ট্রেলিয়ার সেরা একাদশ

দেখে নিন, ভারতের বিরুদ্ধে দুই নতুন মুখসহ অস্ট্রেলিয়ার সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার ওয়াকায় ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে অস্ট্রেলিয়ার। এই সিরিজ শুরুর আগে সাংবাদিক বৈঠকে  একাদশ জানিয়ে দিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ৷

ভারতের বিপক্ষে ৫ টি ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। বাউন্সি পিচের কথা মাথায় রেখে ৪ জন পেসার ও একজন স্পিনার দলে নিয়ে নিয়েছে অসি ক্রিকেট বোর্ড।  

অস্ট্রেলিয়ার গ্রেট ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ডাক দেয়া হয়েছে। বিগ ব্যাশে ম্যাক্সওয়েলের দাপটই অসি ক্রিকেট বোর্ডের নজর কেড়েছে। ভারতও নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সে হিসাবে পূর্বপরিকল্পিত অস্ট্রেলিয়াও।  

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ (অধিনায়ক), জর্জ বেইলি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, স্কট বোল্যান্ড, জোয়েল প্যারিস ও জোস হ্যাজেলউড।

অস্ট্রেলিয়ার এই একাদশে ডাক পাওয়া দুই নতুন মুখ হলেন বোল্যান্ড ও প্যারিস। এই দুই ক্রিকেটারকে নিয়ে খুশি অসি অধিনায়ক স্মিথ। স্টিভেন স্মিথ বলেন, এই ক্রিকেটার হতে পারে আমাদের সেরা অন্ত্র।
১১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে