বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪৯:৩১

ব্রাজিল দলের জন্য বড় ধাক্কা, ৮ ফুটবলারকে নিষিদ্ধ করল ফিফা

 ব্রাজিল দলের জন্য বড় ধাক্কা, ৮ ফুটবলারকে নিষিদ্ধ করল ফিফা

করোনার আঘাতে যেন ফুটবল বিশ্বও তছনছ! প্রমাণ মিলছে বাস্তবেও। করোনার কারণে চলতি আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে যাননি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মূল দলের ৯ ফুটবলার।

শর্ত, খেলতে গেলেই ১০ দিনের আইসোলেশন মানতে হবে। সেই ৯ ফুটবলারের আটজনকে পাঁচ দিনের জন্য নিষিদ্ধ করেছে ফিফা যা ব্রাজিল দলের জন্য বড় ধাক্কা। আগামী ১০ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তারা কোনো ম্যাচ খেলতে পারবেন না।

লাল তালিকার অন্তর্ভুক্ত দেশের খেলোয়াড়দের শর্ত জুড়ে দিয়েছিল ক্লাবগুলো। তা উপেক্ষা করেই জাতীয় দলের হয়ে খেলেছেন চার আর্জেন্টাইন ফুটবলার। তবে নিজেদের ফুটবলাররা না আসায় ক্ষুব্ধ হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তাই ফিফার কাছে নিষেধাজ্ঞা চেয়ে তারা আপিল করেছে।

নিষিদ্ধ হওয়া আট খেলোয়াড় হলেন- রবার্তো ফিরমিনো, ফ্যাবিনিও, আলিসন বেকার, এডেরসন, গ্যাব্রিয়েল জেসুস, ফ্রেড, থিয়াগো সিলভা, রাফিনিয়া। নিষেধাজ্ঞা না পাওয়া একমাত্র ফুটবলার হলেন- এভারটনের রিচার্লিসন। টোকিও অলিম্পিক ফুটবলে খেলায় তার প্রতি নমনীয়তা দেখিয়েছে সিবিএফ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে