স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের বড় বিস্ময় সাতক্ষীরার ২২ বছর বয়সী মুস্তাফিজের রহমান। তার কাটার বোলিংয়ে কুপোকাত গোটা বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান। তবে সম্প্রতি ভারত ক্রিকেট বোর্ড দাবি তোলে তারা বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় মুস্তাফিজের মত তারাও আরেক কাটার বয়কে খুঁজে পেয়েছেন।
পাঞ্জাবের দাবালি গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে ভারতের এই ‘বিস্ময়’ যুবকের জন্ম । তার বোলিং স্টাইল বাংলাদেশের কাটার মুস্তাফিজের সঙ্গে অনেক মিল রয়েছে। ভারত ক্রিকেট বোর্ড সূত্রে জানা যায়, মুস্তাফিজের মতোই নাকি ‘কাটার’ তাঁর অস্ত্র। মুস্তাফিজের কাছে বিধ্বস্ত হওয়ার স্মৃতি এখনো টাটকা আছে বলেই স্রানের দ্রুত উত্থান, জাতীয় দলে জায়গা করে নেওয়ার পর ভারতীয় মিডিয়া তাঁর নাম দিয়েছিল এমন। তবে বেশ ঘটা করে শোনা যাচ্ছে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেই নাকি তার উত্থান হতে যাচ্ছে ভারত শিবিরে।
আগামীকাল পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত ক্রিকেট দল। মূলত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্সেই কপাল খুলে যাচ্ছে স্রানের। ম্যাচটিতে বল হাতে কোন উইকেট না পেলেও ৭ ওভারে মাত্র ২২ রান দিয়েছিলেন এই ২৩ বছর বয়সী।
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণি প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে এই মৌসুমে চমক দেখিয়ে নির্বাচকদের নজরে আসেন স্রান। ৭ ম্যাচে খেলে পেয়েছেন ১৮ উইকেট। বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচে ১৩ উইকেট। এখনো পর্যন্ত ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩২ উইকেট নেয়া এই বাঁ হাতি পেসার সাতটি ঘরোয়া ওয়ানডেতে পেয়েছেন ১৫ উইকেট।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর