বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৮:০৫

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, হবে তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট ম্যাচ

 এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, হবে তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট ম্যাচ

জয়-জয়কার চলছে বাংলাদেশ ক্রিকেট দলের। একটানা তিনটি দেশকে হারিয়ে ফুরফুরে মেজাজে টাইগার ক্রিকেটাররা। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারানোর পর এবার খবর মিলল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচের জন্য চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আগামী বছর মার্চ এবং এপ্রিলের দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

২০২২ সালের ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজ। ওয়ানডে ম্যাচগুলো আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

এদিকে ওয়ানডে দিয়ে ১৮ মার্চ শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজটি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। এরপর মাঠে গড়াবে টেস্ট সিরিজ। ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চলছে প্রথম টেস্ট। ৩ দিন বিরতির পর ৭ এপ্রিল থেকে মাথে গড়াবে সিরিজের শেষ ম্যাচটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে