স্পোর্টস ডেস্ক: সফরকারী পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচ টি২০ সিরিজ খেলতে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সদ্য শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে হোয়াইটওয়াশের পর নিউজিল্যান্ড তাদের স্কোয়াডে বড় ধরণের পরিবর্তন আনেনি।
তবে তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন লেগ স্পিনার অলরাউন্ডার টড অ্যাস্টল।
আসুন দেখে নেই পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডর স্কোয়াড
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, গ্র্যান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (শুধুমাত্র প্রথম ম্যাচ), মিচেল ম্যাকক্লেনাঘান, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, লুক রনকি, মিচেল স্যান্টনার ও রস টেলর।
প্রসঙ্গত, আগামী শুক্রবার অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ১৭ ও ২২ জানুয়ারি। টি-টোয়েন্টি শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দুই দল।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর