শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৯:৪৪

'দয়া করে আমাদের জন্য দরজা খোলা রাখুন, আমাদের সঙ্গে নিয়ে পথ চলুন,

'দয়া করে আমাদের জন্য দরজা খোলা রাখুন, আমাদের সঙ্গে নিয়ে পথ চলুন,

তবে কী ক্রিকেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আফগানিস্তান? এমন অবস্থায় একঘরে হয়ে যাওয়ার ভয় পাচ্ছে আফগানিস্তান ক্রিকেট। এই আশঙ্কা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড-সহ অন্য ক্রিকেট খেলিয়ে দেশগুলির কাছে তাদের কাতর আবেদন, ‘‘আমাদের দয়া করে ব্রাত্য করে দেবেন না।’’

আফগানিস্তানের তালিবান প্রশাসন জানিয়েছে, তারা তাদের মহিলাদের খেলাধুলোয় অংশ নিতে দেবে না। এর পরিপ্রেক্ষিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এরকম যদি হয়, তাহলে তারা নভেম্বরে হোবার্টে আফগানিস্তানের বিরুদ্ধে যে টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল, সেটি খেলবে না।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা হামিদ শিনওয়ারি এরপর একটি লম্বা বিবৃতি দিয়েছেন। তাতে তিনি আবেদন করেছেন, তাঁদের জন্য যেন দরজা খোলা রাখা হয়। ওই আবেদনে শিনওয়ারি লিখেছেন, ‘আফগানিস্তানের সাংস্কৃতিক ও ধার্মিক আবহ পরিবর্তনের ক্ষেত্রে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) অপারগ। 

আমরা ভয় পাচ্ছি, অন্য দেশগুলোও যদি অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করে, তাহলে ক্রিকেট বিশ্ব থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আমাদের দেশের ক্রিকেট উন্নয়ন থমকে যাবে। শেষ পর্যন্ত আফগানিস্তান থেকে ক্রিকেটটাই অবলুপ্ত হয়ে যাবে। তাই দয়া করে আমাদের জন্য দরজা খোলা রাখুন। আমাদের সঙ্গে নিয়ে পথ চলুন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে