স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৬৭ বলে ১১৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে জয়ের মালা ছিনিয়ে নিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। আইসিসির সহযোগী সদস্য দেশের কোনো খেলোয়াড়েরই টি-টোয়েন্টি ক্রিকেটে এমন অসাধারণ ইনিংস নেই। ফলে মোহাম্মদ শাহজাদের অসাধারণ এই কীর্তিটি রূপকথার মতো একটি রেকর্ড ভাঙা সেঞ্চুরি হয়ে গেল।
শারজায় টসে জিতে ফিল্ডিং বেছে নিয়ে কী ভুলটাই না করেছিলেন জিম্বাবুইয়ান অধিনায়ক এলটন চিগুম্বুরা। শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও ছিলেন মোহাম্মদ শাহজাদ। ব্যাট করতে নেমে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শাহজাদ। ৬৭ বলে ১০ চার আর ৮ ছয়ে সাজানো এই দ্রুতগতির সেঞ্চুরিটি আফগানিস্তানের সংগ্রহ নিয়ে যায় ২১৫-এ।
শাহজাদের এই ইনিংসের ৮১ রানের বড় ব্যবধানে জিতেছে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে এটাই কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সহযোগী দেশগুলোর সবচেয়ে বড় ব্যবধানে জেতার রেকর্ড।
এর আগে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে কেবল রিচি বেরিংটন টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের হয়ে খেলা বেরিংটনের ১০০ রানের ইনিংসটিকেই শুধু ছাড়িয়ে যাননি, শাহজাদের অপরাজিত ১১৮ টি-টোয়েন্টির ইতিহাসেই চতুর্থ সর্বোচ্চ ইনিংস।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস