স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ১৫ তারিখে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট-বলের যুদ্ধে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সে লক্ষ্যে বর্তমানে ২৪ সদস্যের টাইগার দল খুলনায় অবস্থান করছেন। চোটের কারণে স্কোয়াডে জায়গা মেলেনি জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হকের। তার জায়গা দখলে নিয়েছে জহিরুল ইসলাম।
মুমিনুল এখন বগুড়ার নাজ গার্ডেন হোটেলে অবস্থান করছেন। সেখান থেকে মুঠোফোনে যুক্ত হয়েছিলেন দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলোর সঙ্গে। ২৪ সদস্যের স্কোয়াডের সঙ্গে খুলনায় যেতে না পারা এবং সম্প্রতি কিছু বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি।
দলে সুযোগ না পাওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমটিকে মুমিনুল জানান, ‘এই ক্যাম্প, এই টি-টোয়েন্টি হয়তো এক-দুই-তিন মাস হবে। কিন্তু আমি তো আর তিন মাস ক্রিকেট খেলতে আসিনি! আমি ক্রিকেট খেলব সারা জীবন। কাজেই এটা কোনো সমস্যা নয়। আমিও আবার সেখানে ফিরবো।’
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর