সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৫:২১:১১

টি-২০ বিশ্বকাপের জন্য কেনা হলো ৫৮ লাখ টাকার বল

টি-২০ বিশ্বকাপের জন্য কেনা হলো ৫৮ লাখ টাকার বল

স্পোর্টস ডেস্ক: ভারতে প্রথমবারের মতো বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী ৮ মার্চ থেকে ৩ এপ্রিল হবে আইসিসির এই টুর্ণামেন্ট। এবারের আসরের খেলা হবে কোকাবুরা সাদা বলে। এই বলের জন্য খরচ হবে প্রায় ৫৮ লক্ষ টাকা।


সেমাবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি অনলাইন গণমাধ্যম।


ওই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সাদা কোকাবুরা বল দিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। এই উপলক্ষে ৫৮.১২ লক্ষ টাকার কোকাবুরা বল কিনেছে বোর্ড।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে