সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৫:৩৪

আবারো মেসি যাদুতে বার্সেলোনার বিশাল জয়

আবারো মেসি যাদুতে বার্সেলোনার বিশাল জয়

স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল বিশ্বে বিশ্ময়কর ফুটবলার হলেন আর্জেন্টিনার ক্ষুদে ফুটবল যাদুকর লিউনেল মেসি। তিনি সম্ভবত পেনাল্টি থেকে গোল করে আনন্দ পান না্, আনন্দ পাবেন কীভাবে? এতে যে কোনো ‘চ্যালেঞ্জ’ নেই। চ্যালেঞ্জ খুঁজে পান না বলেই বোধ হয় লেভেন্তের বিপক্ষে পেনাল্টিটা মিস করলেন তিনি।

মজার ব্যাপার কী জানেন? এনরিকের ধারণা এখনো পাল্টায়নি। পেনাল্টি মিসের পরেও নিজেকে ‘মানুষ’ প্রমাণ করতে পারেননি মেসি। এনরিকে এখনো ঝেড়ে যাচ্ছেন তাঁর ‘অন্যগ্রহ’ তত্ত্ব। পেনাল্টি মিসের পরেও তিনি বললেন, ‘মেসিকে কীভাবে মানুষ বলি! সে দুটো গোল করেছে, একটি গোল বানিয়ে দিয়েছে। তার মধ্যে এমন বিষয় খুব কমই আছে, যা তাঁকে মানুষ বলে প্রমাণ করে।’

লিওনেল মেসির জোড়া গোলে লেভান্তেকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। লা লিগায় টানা চতুর্থ এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ক্যাটালান ক্লাবটি।
লেভান্তের বিপক্ষে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মার্ক বাত্রা প্রথম গোলটি করেন। বার্সার এই ডিফেন্ডার মেসির ক্রস থেকে যেভাবে ফিনিশিং দিয়েছেন সেটি যেকোনো স্ট্রাইকারের জন ঈর্ষার কারণ হবে। কিছুক্ষণের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এর মিনিট পাঁচেকের মধ্যে নেইমার ডি বক্সে ফাউলের শিকার হন এবং সেটা থেকে পেনাল্টি স্পটকিকে গোল করেন মেসি।

উল্লেখ্য, লা লিগায় এই মৌসুমে মেসির এটি প্রথম গোল। ৬৬ মিনিটে আবারো পেনাল্টিতে গোল করার সুযোগ পেয়েছিলেন কিন্তু সেটি ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে মারেন মেসি। ম্যাচের শেষের দিকে নিজস্ব জাদুকরি ভঙ্গিতে চার জন ডিফেন্ডারের মধ্যে দিয়ে বল লেভান্তের জালে জড়িয়ে দেন। পেনাল্টি স্পটকিকটা মিস না করলে হ্যাটট্রিক করার সুযোগ পেতেন মেসি। লেভান্তের একমাত্র গোলটি করেন ভিক্টর ক্যাসাদিউস।
লা লিগায় দিনের অন্যান্য ম্যাচের ফলাফলগুলো হচ্ছে দেপোর্তিভো লা করুনা- স্পোর্টিং গিজন ২-৩, লাস পালমাস- রায়ো ভালকানো ০-১, সেভিয়া-সেল্টা ভিগো ১-২, ভিয়ারিয়াল-অ্যাথলেটিক বিলবাও ৩-১।
সূত্র: এএফপি।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে