সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৫:৪৯:০০

ফুটবল রাজত্বের মীমাংসা আজ

ফুটবল রাজত্বের মীমাংসা আজ

স্পোর্টস ডেস্ক: আজ জুরিখে কে হচ্ছে আগামী দিনের ফুটবল রাজা। কার মাথায় উঠবে ব্যালন ডি’অর এর মুকুট? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো ? নাকি সবাইকে চমকে দিয়ে নেইমার জিতে নেবেন ব্যালন ডি’অর?


মেসি কেন ফেভারিট: ২০১৫ সালে স্বপ্নের ফর্মে ছিলেন লিওনেল মেসি। দলের পাঁচটি ট্রফি জয়ের পিছনে তিনিই ছিলেন মুখ্য কারিগর। তিনি শুধু গত বছরের সেরা স্ট্রাইকারই নন, মাঝমাঠে সহকারী হিসাবে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন বার্সা মহাতারকা।

বছরের সেরা ঝলক মেসির: ক্যাম্প ন্যু’তে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের জেহোম বোয়াটেংকে ফেলে দিয়ে গোলই বছরের সেরা মুহূর্ত।

মেসি কোথায় পিছিয়ে: গত বছর দেশের জার্সিতে আহামরি কোনও সাফল্য নেই মেসির। কোপা আমেরিকা কাপের ফাইনালে উঠলেও আর্জেন্তিনাকে দিতে পারেননি ট্রফি। চিলের কাছে হারে দল।

রোনালদো কেন ফেভারিট: গত বছর লা লিগায় ৪৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল করে মেসির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন।

রোনালদোর বছরের সেরা ঝলক: গত বছরের অক্টোবর মাসে লা লিগায় লেভান্তের বিরুদ্ধে গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলদাতা হন।

রোনালদো কোথায় পিছিয়ে:গত বছর পর্তুগালের জার্সিতে কোনও সাফল্য নেই। চলতি লা লিগায় গত বছরের ম্যাচে খুব ভাল ফর্মে নেই।  

নেইমার কেন ফেভারিট:গত বছর অপ্রতিরোধ্য বার্সেলোনার অন্যতম অস্ত্র ছিলেন নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। মরসুমে দলের মোট গোলে (১৮০) তাঁর অবদান ছিল ৭৫ শতাংশ। নিজে গোল করেছেন ৪১।

নেইমার বছরের সেরা ঝলক:চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে তাঁর মোট আট গোল বার্সেলোনার খেতাবি অভিযানে বড় ভূমিকা নিয়েছিল। ফাইনালেও গোল করেছিলেন তিনি।

নেইমার কোথায় পিছিয়ে:লিওনেল মেসির মতো ব্রাজিলের জার্সিতে সাফল্য অধরাই ছিল। কোপা আমেরিকা কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যায় ব্রাজিল। রেফারির সঙ্গে বাজে আচরণ করে কোপা আমেরিকা কাপের আসর থেকে নির্বাসিত করা হয়েছিল ব্রাজিল অধিনায়ক-কে।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে