স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপের পরবর্তী ম্যাচের সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ বনাম মালয়েশিয়ার খেলা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১২ তারিখের পরিবর্তে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ তারিখে।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জানিয়েছে, খেলাটি সরাসরি সম্প্রচারে চ্যানেল নাইনের যন্ত্রপাতি ওই সময়ের মধ্যে যশোর থেকে ঢাকায় আসতে পারবে না বলে খেলাটি পিছিয়ে দেওয়া হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে ফাইনাল ম্যাচও।
আগামী ২০ তারিখে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারি।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস