সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৬:১৮:১৪

৫৭ বছরের ইতিহাস পাল্টে দিলেন জিদান

৫৭ বছরের ইতিহাস পাল্টে দিলেন জিদান

স্পোর্টস ডেস্ক: একজন ফুটবলার হিসেবে অনেক ভক্ত রয়েছেন জিনেদিন জিাদানের। অবসরে গিয়ে ভক্তদের কোনো কীর্তি দেখাতে পারেননি তিনি। তবে অবশেষে রিয়াল কোচ হিসেবে জিদানের অভিষেকটা স্মরণীয় হয়ে গেল ভক্তদের কাছে। কোচ হয়েই ৫৭ বছরের ইতিহাস পাল্টে দিলেন এই কিংবদন্তি ফুটবলার। কোচ হিসেবে গত ৫৭ বছরে জিদানের মতো অভিষেক কারও হয়নি।

রিয়ালের কোচ হিসেবে জিদানের প্রথম ম্যাচে জয় পেল রোনলদোরা।  তার এই  অভিষেক দিনে ওয়েলশ ফরোয়ার্ড গ্যারেথ বেলের হ্যাট্রিকে দেপোর্তিভো লা করুণাকে ৫-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। এ যেন স্বপ্নের শুরু। রাফা বেনিতেজকে হটিয়ে হঠাৎ করেই রিয়াল প্রধান কোচের দায়িত্বটা পেয়েছেন জিনেদিন জিদান, আর প্রথম ম্যাচেই জিদানকে বড় জয় উপহার দিল শিষ্যরা।

পরিসংখ্যান দেখা গেছে, ১৯৫৯ সালের পর এই প্রথম রিয়াল মাদ্রিদের কোনো কোচের অভিষেক হলো এত বড় জয়ে। রিয়ালের ইতিহাসেই কোনো কোচের অভিষেকে জিদানের চেয়ে বড় জয়ের রেকর্ড আছে কেবল একজনের! রিয়ালের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে, লিগে রিয়ালের প্রথম মৌসুমে (১৯২৮-২৯) ম্যানুয়েল ফ্লেইটাস সোলিচের অভিষেক ম্যাচে রিয়াল বেতিসকে ৭-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে