শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫০:৩৭

রমিজ রাজার হুঁশিয়ারি নিউজিল্যান্ডকে দেখে নেওয়ার

রমিজ রাজার হুঁশিয়ারি নিউজিল্যান্ডকে দেখে নেওয়ার

টাইগারদের বিপক্ষে সিরিজ শেষ করেই পাকিস্তানের পথে উড়াল দেয় নিউজিল্যান্ড। নির্বিঘ্নে পাকিস্তানে পৌঁছানোর পরে রাওয়ালপিন্ডিতে অনুশীলনও করেন কিউইরা। কিন্তু ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নিউজিল্যান্ড উদ্বেগ প্রকাশ করে এবং সফর বাতিল করে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানায়।

পাকিস্তান যথাসাধ্য নিরাপত্তার ব্যবস্থা করেছিল। গত দুই বছরে একাধিক ক্রিকেট দল নিরাপদে পাকিস্তান সফর করেছে। পাকিস্তান যখন সবকিছু আবার গুছিয়ে উঠছিল, তখনই নিউজিল্যান্ডের এরকম আচরণে চটেছেন পিসিবির চেয়ারম্যান রমিজ। এই ঘটনার পরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় রমিজ হুঁশিয়ারি দিয়েছেন নিউজিল্যান্ডকে দেখে নেওয়ার।

খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে। নিরাপত্তার হুমকির অজুহাত দিয়ে একতরফাভাবে সফর বাতিল করে চলে যাওয়া খুবই হতাশাজনক। বিশেষ করে যখন তারা আগে থেকে কিছুই জানাননি। নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে? আইসিসিতে তাদেরকে দেখে নিবো।”

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ শুরু হওয়ার কথা ছিল ওয়ানডে ম্যাচ দিয়ে। ম্যাচে ধারণক্ষমতার ২৫ শতাংশ দর্শক প্রবেশেরও অনুমতি ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগে জানানো হয়েছিল, দর্শকরা প্রবেশ করতে পারবেন না। তারপরে টস করতে বিলম্ব করা হয় এবং এক পর্যায়ে সফর বাতিল করেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ার আগে দেশটির ক্রিকেট বোর্ড পাকিস্তানে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠিয়েছিলেন এবং পর্যবেক্ষকরা পাকিস্তানের নিরাপত্তা দেখে সন্তষ্টি প্রকাশ করেই সফরের সবুজ সংকেত দিয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে