স্পোর্টস ডেস্ক: মাশরাফি বাহিনীর বিরুদ্ধে চার ম্যাচ টি- টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেন জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫ এমিরেটস এয়ারলাইন্সের একটি প্লেনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন জিম্বাবুয়ে ক্রিকেট টিম। ২০ সদস্যের জিম্বাবুয়ে দল উঠবে সোনারগাঁ হোটেলে। সেখান থেকে তারা একদিন বিশ্রাম করে আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় ইউ-এস এয়ারলাইন্সের একটি ফ্ল্যাইটে খুলনা যাবে জিম্বাবুয়ে।
সেখানে গিয়ে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মাশরাফি বাহিনীর বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবেন চিগুম্বুরা শিবির। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সব খেলাগুলো অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
আগামী ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো। সিরিজ শেষে ২৩ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে সফরকারীরা।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস