স্পোর্টস ডেস্ক: মডেল ও অভিনেত্রী আমব্রিনকে এখন সবাই ক্রিকেট উপস্থাপিকা হিসেবেই চেনেন। বিপিএলে সাবলীল উপস্থাপনার জন্য আন্তর্জাতিক একটি জনপ্রিয় ওয়েবসাইটের জরিপে বিশ্বের সেরা পাঁচ মহিলা ক্রিকেট উপস্থাপিকার একজনও হয়েছেন তিনি।
ক্রিকেটের পর তিনি এখন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টও উপস্থাপনা করছেন। তবে বিজ্ঞাপনের মাধ্যমেই তারকা হয়ে ওঠেন আমব্রিন।
সদ্যশেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তৃতীয় আসরের বহুল আলোচিত উপস্থাপিকা ছিলেন আমব্রিন। তাঁকে নিয়ে যতই আলোচনা সমালোচনা হোক না কেন, বিপিএল মাঠের যে আমব্রিনই ফেভারিট ছিলেন সেটা প্রমাণ করেছেন বিশ্বসেরা উপস্থাপিকা হয়ে।
বাংলার ষোলো কোটি ভক্তদের সেই ক্রিকেট মাঠের আমব্রিন এবার নামলেন ফুটবল মাঠে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এর উপস্থাপিকার ভূমিকা পালন করছেন তিনি।
ফুটবল মাঠের একাধিক ছবি পোস্ট করে আমব্রিন খেলার সঙ্গে নিজেকে জড়িয়ে খুব বেশি ইনজয় করছেন বলে জানিয়েছেন তার ফেসবুকে পেইজে।
তিনি আরো জানিয়েছেন, প্রিয় দল আর্জেন্টিনা হলেও ফুটবল খেলা অভিজ্ঞতার জন্য তিনি ফুটবল টুর্নামেন্টের উপস্থাপনা জন্য নিজেকে প্রস্তুত করেছেন। বিপিএল শেষ না হতেই আমব্রিন নতুন একটি বিজ্ঞাপন ও একঘণ্টার নাটকের কাজ শেষ করেছেন। তারপরই এই টুর্নামেন্টে যোগ দিয়েছেন। আগামী ২০ তারিখ পর্যন্ত জনপ্রিয় ও মডেল ব্যস্ত থাকবেন এ কাজ নিয়েই।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস