স্পোর্টস ডেস্ক: বিস্ময়-বালক মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আবিষ্কার তিনি। জাতীয় দলে প্রবেশ করেই তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। ছুঁয়েছেন বিশ্বরেকর্ডও। তাঁর দুর্র্ধষ কাটারে নাস্তানাবুদ হয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান। পরিচিতি পেয়েছেন ‘কাটার মাস্টার’ নামে।
সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ে বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মাশরাফি বাহিনীর অনুশীলনের পর সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় বাঁহাতি এই অগ্নিঝড়া বোলার মুস্তাফিজুর রহমানের সাথে।
প্রশ্ন:বিপিএলের পর ছুটি কেমন কাটালেন?
মুস্তাফিজ :খুবই ভালো কেটেছে। সাতক্ষীরার তেঁতুলিয়ায় নিজের বাড়িতেই ছিলাম। পরিবার, আত্মীয়-স্বজন আর বন্ধুদের সঙ্গে খুব মজা করে কাটিয়েছি লম্বা ছুটিটি।
প্রশ্ন: নতুন বছরে প্রত্যাশা কী?
মুস্তাফিজ :গত বছর আমরা ভালো করেছি। চলতি বছর খুবই ব্যস্ত সূচি। আশা রাখছি এ বছর আরও ভালো করতে পারব।
প্রশ্ন:তারকা হয়ে ওঠার পেছনে কার ভূমিকা সবচেয়ে বেশি?
মুস্তাফিজ :অনেকেই আছেন। বাবা, মা, ভাই এবং কয়েকজন কোচের অনুপ্রেরণা ছিল সবচেয়ে বেশি। দু-একজনের নাম বলতে চাই না।
প্রশ্ন: জাতীয় দলে কতদিন খেলতে চান?
মুস্তাফিজ :জানি না কতদিন খেলতে পারব। তবে চেষ্টা করব দীর্ঘ সময় দেশের হয়ে খেলার। তবে আশার করি বিশ্বকাপজয়ী টাইগার হতে পারবো।
প্রশ্ন:বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য হতে পারবেন?
মুস্তাফিজ :বলতে পারি না। তবে দলের সবার মতো আমিও চাইব বিশ্বকাপ জিততে। আর সফল হলে অবশ্যই অনেক ভালো লাগবে।
প্রশ্ন:খেলার বাইরে কী করেন?
মুস্তাফিজ: ঘুরতে আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই সবচেয়ে ভালো লাগে। তাই অবসরে এ কাজ দুটিই করি।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস