স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ক্ষুদ্রতম ফরমেট টি-টোয়েন্টিতে এক ওভারে সবথেকে বেশি রানের রেকর্ড গড়লেন ভারতীয় জাতীয় দলের ব্যাটসম্যান হার্দিক পাণ্ড্য। এর আগে এই রেকর্ড ছিলো নিউজিল্যান্ডের স্কট স্টাইরিসের।
টি-টোয়েন্টি ক্রিকেটে স্কট স্টাইরিসের এক ওভারে ৩৮ রান করা সেই রেকর্ডটি রুখে দিলেন ভারতীয় এই ছেলে। তার দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে টপকে এই বিশ্বরেকর্ড চলে এলো ভারতে।
সোমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এক ওভারে ৩৯ রান করে নতুন করে বিশ্বরেকর্ডের মালিক যান হার্দিক। এক ওভারে পাঁচটি ছয়, দুইটি চার মেরেছেন হার্দিক। রয়েছে একটি নো-বল। হার্দিক ৫১ বলে ৮১ রান করলেও, দলের হার বাঁচাতে পারেননি। দিল্লি শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ভারতীয় দলে সুযোগ পেয়েছেন হার্দিক। বিদেশ সফরে যাওয়ার আগে প্রস্তুতিটা যে ভালই হল, তা বলার অপেক্ষা রাখে না।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস