স্পোর্টস ডেস্ক: অবশেষে মোহাম্মদ আমির প্রসঙ্গে মুখ খুললেন সালমান বাট। দীর্ঘদিন নিষেধ্জ্ঞার মধ্যে থেকে সম্প্রতি বাট খেলায় ফিরেছেন। আর মাঠের খেলায় ফিরেই তিনি আমির প্রসঙ্গে নানা ধরণের কথা বলেছেন।
রোববার সংবাদ সম্মেলনে সালমান বাট বলেন, ‘আমিরের অন্তভূর্ক্তি নিঃসন্দেহে পাকিস্তানের দলের শক্তি বাড়াবে। ওর জন্য অনেক শুভেচ্ছা রইল।’ তবে আমির যে এতো তাড়াতাড়ি জাতীয় দলের জার্সি গায়ে তুলবে তা ভাবিবিনি। ও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে।
নিজের সম্পর্কে বাট বলেন, ‘নতুন করে শুরু করলাম। আশা করি ভবিষ্যতে আরও ভালো ইনিংস খেলতে পারব। যত ম্যাচ খেলব ততই ছন্দ ফিরে পাব। এর জন্য পরিবার, বন্ধু ও কোচদের ধন্যবাদ দিতে চাই। কৃতজ্ঞতা জানাতে চাই ওয়াকার ইউনুস ও দলের অনান্য সিনিয়র খেলোয়াড়দের।’
১১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল