স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দল খুলনায় পা রেখেই প্রথম দিনে দু’টি অনুশীলন ম্যাচ খেলে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে রোববার থেকে অনুশীলন পর্ব শুরু করে টাইগাররা। তবে প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সে খুব একটা সন্তুষ্ট নন কোচ হাথুরেসিংহে। প্রথম দিনের অনুশীলনেও খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। তবে দ্বিতীয় দিনের বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ও সৌম্য সরকারকে অনুশীলনে ছেড়ে দিয়ে মহাবিপদে পড়ে যান হাথুরুসিংহে।
এ জন্য সোমবার মাশরাফি-সাকিবদের বেশ কড়াকড়ির মধ্যে রাখেন হাথুরুসিংহে। এদিন নির্ধারিত সময়ের থেকে এক ঘন্টা বেশি অনুশীলন করিয়েছেন তিনি ক্রিকেটারদের। এদিন খুলানা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্যাভিলিয়ানের বামপাশে বোলিং মেশিন দিয়ে ব্যাটিং অনুশীলন করেন দলের প্রধান কোচ।
শুরুতেই ব্যাটিংয়ে যান সৌম্য সরকার। ব্যাটিং অনুশীলন শুরুর কিছু সময় পরেই শুরু হয়ে যায় তার এই ঝড়। তার কয়েকটি হুক শর্ট প্যাভিলিয়ান বিল্ডিংয়ে উড়ে এসে গ্লাসে পড়ে। নির্ধারিত স্থানে ছবি তুলছেন স্থির ও ভিডিও সাংবাদিকরা।হঠাৎই একটা বল উড়ে এসে একটি টিভি ক্যামেরার উপর আছড়ে পরে।
সৌম্যের পর ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। সৌম্যের থেকেও বেশি আগ্রাসী ছিলেন এই অলরাউন্ডার। একের পর এর হুক শর্ট খেলতে থাকেন তিনি। এর মধ্যে বেশ কয়েকবার বল স্টেডিয়ামের বাইরে চলে যায়। আর পিছনের দিকে উড়িয়ে মেরে বল পাঠিয়ে দেন প্যাভিলিয়ানের গ্লাসে। সাথে সাথেই বড় একটা অংশ ভেঙ্গে যায়। এরপর একই ধরনের শর্টে প্রেসিডেন্ট বক্স ও ভিআইপি গ্যালারির আরও চারটি গ্লাস ভেঙ্গে যায়।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস