স্পোর্টস ডেস্ক: এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল ম্যাচসহ দুটি ম্যাচ পেছানো হয়েছে। বাংলাদেশ ও মালেয়শিয়া এবং শ্রীলঙ্কা ও নেপালের মধ্যে আগামী ১২ জানুয়ারির দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত তারিখের পরের দিন হবে সেই ম্যাচ দুটি।
অর্থ্যাৎ পরিবর্তিত সূচি অনুযায়ী ম্যাচ দুটি ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর ২০ জানুয়ারির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি।সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে বাফুফে।
এ বিষয়ে বাফুফে আরও জানায়, ১২ জানুয়ারির মধ্যে ব্রডকাস্ট পার্টনার চ্যানেল নাইনের কারিগরী যন্ত্রপাতি ম্যাচের আগের ভেন্যু যশোর থেকে আসতে পারবেনা এবং গ্রুপ র্পবের সূচিতে সামঞ্জস্য ধরে রাখার জন্য ম্যাচ দুটি ১৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ফাইনাল ম্যাচটি ২২ জানুয়ারি হবে বলে জানিয়েছে বাফুফে।
১১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল