স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ২০১০ সালে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের তারকা বোলার মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির এবং ব্যাটসম্যান সালমান বাট। তবে এক বছর আগে মাঠের খেলায় মোহাম্মদ আমির ফিরলেও সম্প্রতি খেলার অনুমতি পেয়েছেন মোহাম্মদ আসিফ এবং সালমান বাট।
তবে সম্প্রতি পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফেরার পর তিনি ক্রিকেট নিয়ে তার স্বপ্নের কথা বলেছেন। আসিফ বলেন, ‘দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে আছি। যদিও ক্যারিয়ারের অর্ধেকটা সময় চলে গেছে, কিন্তু বাকি দিনগুলো খেলতে চাই। নিজের ফিটনেস ধরে রাখতে চেষ্টা করছি, বাকিটা নির্বাচকদের সিদ্ধান্ত।’
আমিরের দলে ফেরা প্রসঙ্গে আসিফ জানান, সে ভাল করবে। এছাড়াও নিউজিল্যান্ড সিরিজে দলের সাফল্যের ব্যাপারে আশাবাদী তিনি।
রোববার পানি ও শক্তি উন্নয়ন সংস্থার হয়ে মাঠে নামেন আসিফ। বল হাতেও ছিলেন উজ্জ্বল। ছয় ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেটও। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
১১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল