সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৯:৪৭:৩৪

বিশ্বকাপ ইস্যুতে দারুণ সুখবর দিলেন পাপন

বিশ্বকাপ ইস্যুতে দারুণ সুখবর দিলেন পাপন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে কথিত নিরাপত্তাহীনতার দূর্বল ইস্যুকে সামনে নিয়ে এসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করেছে।  বাংলাদেশে আসন্ন এবারের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অস্ট্রেলিয়া তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

এরপর অন্যদলগুলো আসার ব্যাপারেও শঙ্কা জাগে। তবে সকল সংশয় দূর করে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বদলী হিসেবে আয়ারল্যান্ডসহ ১৬টি দলই নিশ্চিত করেছে বাংলাদেশ।

আর ২০ জানুয়ারি থেকেই এই ১৬ টি দেশের খেলোয়াড়রাসহ কোচ ও সংশ্লিষ্ট সবাই আসা শুরু করবে। সোমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে এমনটাই জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বললেন, ‘আগামী ২০ জানুয়ারি থেকে সব দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসছে। ফলে খুব একটা সময় নেই সামনে। আগামী ১০ দিনের মধ্যে স্টেডিয়ামগুলো আইসিসির কাছে হস্তান্তর করা হবে।’

কক্সবাজারের ভেন্যু পরিদর্শনের সময় নাজমুল হাসান পাপন ছাড়াও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব আনাম, পরিচালক লোকমান হোসেন ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে