স্পোর্টস ডেস্ক: নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট দল আগামী তিন-চার মাস ব্যস্ত সময় পার করবে। জিম্বাবুয়ে সিরিজ শেষ করেই টাইগার বাহিনী ভারতে খেলতে যাবে বিশ্বকাপ। এরপর সেখান থেকে ফিরে এসে দেশের মাটিতে খেলবে এশিয়া কাপ।
বলা যায়, টাইগার বাহিনী এ বছর ওয়ানডে ও টেস্ট ম্যাচের তুলনায় অনেক বেশি খেলবে টি-২০ ম্যাচ। আর অধিক টি-২০ ম্যাচ খেলার এই সূচীকে পজেটিভ ভাবেই দেখছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের মতে টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতি করার এটাই সব চেয়ে বড় সুযোগ। অবশ্যই সব ফরম্যাটে আমরা খেলতে চাই। সব ফরম্যাটে নিয়মিত খেলতে থাকলে তা আমাদের জন্য ভালো। তবে টি-২০ তো আমরা খুব কম খেলি। আগামী তিন-চার মাস যেহেতু এই ফরম্যাটেই খেলব, সে কারণে আমাদের জন্য টি-টোয়েন্টিতে উন্নতি করার এটাই বড় সুযোগ।
খুলনায় আজ জাতীয় দলের অনুশীলন শেষে সাকিব আরও বলেন, 'এখন সবাই মনোযোগ দিচ্ছি জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ ধরে তিনটি যে টুর্নামেন্ট, তাতে মনোযোগ দেওয়ার। এরপর যখন সময় আসবে, সেটি দেখা যাবে। এখন আমাদের মূল মনোযোগ যেহেতু বিশ্বকাপ, আমরা তাই সে পর্যন্তই চিন্তা করছি।'
১১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল